৮০০ পিস ইয়াবাসহ নারী আটক
দিনবদল ডেক্স:বরগুনার পাথরঘাটা উপজেলার মধ্য কুপদোন এলাকা থেকে আটশত পিস ইয়াবাসহ হাসি (২৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘার মধ্য কুপদোন এলাকার মোস্তফা মৃধার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হাসির স্বামী ইয়াবা ব্যবসায়ী মৃধা পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী হাসি বেগমকে আটক করা হয়। পরে অনুসন্ধান চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে রাখা আটশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক বলেন, ইয়াবা ব্যাবসায়ী মোস্তফাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তার স্ত্রী হাসি বেগমকে বুধবার আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।