৭ মার্চ আর্মি স্টেডিয়ামে মেতে উঠবে তারুণ্যের জয়গানে
দিনবদল ডেক্স: প্রতিবারের মতো এবারও ৭ মার্চ আর্মি স্টেডিয়ামে মেতে উঠবে তারুণ্যের জয়গানে। তারুণ্যের জয়গানে মুখর হবে ‘জয় বাংলা কনসার্ট’। সেন্টার ফর রিসার্চের (সিআরআই) অঙ্গ-প্রতিষ্ঠান দেশের সব চেয়ে বড় ইয়ুথ প্লাটফর্ম ইয়ং বাংলার আয়োজনে এবারও ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী মাতবে জয় বাংলা কনসার্টে।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে বিগত দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করে আসছে ইয়ং বাংলা।
এবারের কনসার্ট মাতাতে স্টেজে থাকছে দেশের বিখ্যাত ব্যান্ড ওয়ারফেজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস, শিরোনামহীন এবং শূন্য।
বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটি উদযাপনে হাজার হাজার তরুণ এ বছরও দিনটি উদযাপন করবে আর্মি স্টেডিয়ামে। কনসার্টের পাশাপাশি ইয়ং বাংলা দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।