৬ সদস্যের সার্চ কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়

0

Bangovaban20170125122128

দিনবদল ডেক্স: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। আজ বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি বলেন, ৬ সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কার্যালয় থেকে আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, সার্চ কমিটিতে পাঁচজন পুরুষ ও একজন নারী রাখতে বলা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট আকারে তাদের নাম প্রকাশ করবে।

নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন।

এরপর রাষ্ট্রপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), বিএনপিসহ ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ আগামী মাসে শেষ হবে। এর আগে নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *