৬ বলে রুবেল ২৯, মাহমুউল্লাহ ২৮
১ম ওভারটি দারুণ করেছিলেন মাহমুদউল্লাহ। রান দিয়েছিলেন মাত্র চার। পরের ওভারেই কলিন মানরোর তাণ্ডব। প্রথম বলেই ছক্কা, পরের বলে দুই। শেষ চার বলের শুরু ও শেষে ছক্কা, মাঝে দুটি চার। এক ওভারেই ২৮ রান!
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ওভারে মাহমুদউল্লাহর চেয়ে বেশি খরুচে বোলার আছেন আর একজনই। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রুবেল হোসেন দিয়েছিলেন ২৯ রান।
সেই ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়েছিলেন লেন্ডল সিমন্স। পরের পাঁচ বলে মারলন স্যামুয়েলস মারেন চারটি ছক্কা, একটি চার!
টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড যুবরাজ সিংয়ের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে অর্ধশতকের পথে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে মেরেছিলেন ছয়টি ছক্কা।