১৫০০ বিদেশির নিরাপত্তায় ৮ হাজার পুলিশ
দিনবদল ডেক্স: ঢাকায় শুরু হতে যাওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে দেড় হাজার বিদেশি অতিথি আসবেন। তাদের নিরাপত্তায় রাজধানীতে ৭ থেকে ৮ হাজার পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে।
বুধবার সম্মেলনের নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ১ এপ্রিল থেকে সম্মেলন শুরু হবে। সম্মেলন সফল করতে বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলনস্থলসহ প্রত্যেকটি ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ২৪ মার্চ থেকেই অতিথিরার আসতে শুরু করবেন। এ উপলক্ষে রাজধানীতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা ডিএমপির রয়েছে। দেশে অনুষ্ঠিত প্রত্যেকটি আন্তর্জাতিক অনুষ্ঠানের নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর। আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন সফল করবো।
১ এপ্রিল ১৩৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধন করা হবে। যা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন বলে জানিয়েছেন আয়োজকরা।