১০ লাখ মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে ব্র্যাক

0

brack20170210010255

দিনবদল ডেক্স: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক গত এক দশকে ১০ লাখেরও বেশি মানুষকে চশমাপ্রদানসহ প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। ব্র্যাকের প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যসেবিকাদের মাধ্যমে এ সেবা দেয়া হয়।

ব্র্যাক সূত্রে জানা গেছে, দরিদ্রদের চক্ষু চিকিৎসাসেবা দিতে ২০০৬ সালে একটি পাইলট প্রকল্প গ্রহণ করে সংস্থাটি। বর্তমানে ৬১টি জেলার ৪৫৬টি উপজেলায় এক কোটি ৬১ লাখ মানুষের মধ্যে এই প্রকল্প চলছে।

ব্র্যাক কর্মকর্তারা জানান, শুরু থেকে এ পর্যন্ত ১০ লাখ ৪৮ হাজার ৭৭৭ জনকে চশমা দেয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা, সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ব্র্যাকের প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থাসেবিকারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

তাদের অবদানের স্বীকৃতি দিতে ব্র্যাক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিশন স্প্রিং এর যৌথ আয়োজনে ‘১০ লাখ চশমা: উজ্জ্বল হোক দৃষ্টি’ এ শিরোনামে আগামী রোববার ব্র্যাক সেন্টার অডিটরিয়াম এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *