স্বাস্থ্য অধিদফতরের ১০ কর্মকর্তাকে উপপরিচালক পদে পদোন্নতি

0

health20170213120412

দিনবদল ডেক্স: স্বাস্থ্য অধিদফতরের ১০ কর্মকর্তাকে উপপরিচালক পদোন্নতি দিয়ে পদায়ন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) এর সুপারিশক্রমে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য বিভাগের এসব কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে পারসোনাল শাখা ২-এর যুগ্মসচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক ডা. মো. শাহজাহানকে স্বাস্থ্য অধিদফতরের ইপিআই অ্যান্ড সার্ভিল্যান্সের উপপরিচালক, চট্টগ্রামের বক্ষ্যব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথকে স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (মেডিকেল এডুকেশন), স্বাস্থ্য অধিদফতরের পারসোনাল শাখা ৩-এর সহকারী পরিচালক ডা. জে এম কামরুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (অর্থ), ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. আবদুল হালিমকে স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (শৃঙ্খলা), ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁওয়ের সহকারী পরিচালক ডা. মো. আবু হাসানুজ্জামানকে উপপরিচালক সমমর্যাদায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) সংযুক্ত যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডা. এ কে এম কামরুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (ওএসডি), স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) সংযুক্ত তত্ত্বাবধায়ক নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডা. এ এন এম শামছুল করিমকে স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (ওএসডি), সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের উপপরিচালক, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খানকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপপরিচালক ও পাবনা মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কার্তিক কুমার সাহাকে সিরাজগঞ্জের ম্যাটস্রে অধ্যক্ষ পদে পদোন্নতি দিয়ে পদায়ন দেয়া হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *