স্পিকারের সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0

1492349419

দিনবদল ডেক্স: জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্র্যান ভ্যান খোয়া আজ রবিবার তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাকরণের জন্য নিজ নিজ দেশে গৃহীত কার্যক্রম এবং সংসদীয় রীতি-পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, ভিয়েতনাম বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় তিনি ভিয়েতনাম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতকালে স্পিকার রাষ্ট্রদূতকে গত ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন চলাকালীন তাঁদের দেশ থেকে আগত প্রতিনিধি দলের সাথে তাঁর সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন। এসময় তিনি আইপিইউ সম্মেলনে প্রস্তুতি ও বাংলাদেশ কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিবরণ দেন। বাসস।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *