স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
দিনবদল ডেক্স: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ৯ টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থেকে যে নাম চাওয়া হয়েছে তা চূড়ান্ত করতেই এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি। আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে প্রতিটি দলকে ৫টি করে নাম প্রস্তাব আহ্বান করা বলা হয়েছে।