সৈয়দ আবুল হোসেন কী দলে ফিরছেন

0

bd-pratidin-17-02-17-F-02

দিনবদল ডেক্স: আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেনের কী হবে, এ নিয়ে গুঞ্জন চলছে দলের ভিতরে ও বাইরে। পদ্মা সেতু নিয়ে ব্যাপক আলোচনার সময় তাকে আটক করার দাবি জানিয়েছিল বিশ্বব্যাংক। এ দাবির প্রতি দলের একজন প্রভাবশালী মন্ত্রী ও আরেকজন উপদেষ্টারও সমর্থন ছিল। কিন্তু গুঞ্জনের ভিত্তিতে প্রধানমন্ত্রী তাকে আটকের নির্দেশ দেননি। তার পরও দলের ভিতরে-বাইরে এ নিয়ে অনেক বিতর্ক ছিল।

জানা গেছে, আবুল হোসেনকে নিয়ে আওয়ামী লীগে আবারও আলোচনা চলছে। কানাডার আদালতের রায়ের পর পদ্মা সেতু নিয়ে স্বস্তিতে সরকার ও দল। এর মধ্যে সফলতার সঙ্গে দেশি অর্থায়নে পদ্মা সেতুর কাজ ব্যাপকভাবে এগিয়ে নিচ্ছেন বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দ্রুত কাজ শেষ করার বিষয়ে।

জানা গেছে, এখন পর্যন্ত সৈয়দ আবুল হোসেনকে দলীয় রাজনীতিতে কোনো পদবি দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি। সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। অনেকে বলছেন তাকে আবারও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে নিয়ে আসা হতে পারে। কারণ এ পদটি এখনো খালি আছে। তবে আওয়ামী লীগের নির্ভরশীল কোনো নেতা এ বিষয়ে মুখ খোলেননি। দায়িত্বশীল নেতারা বলছেন, এখানে কারও করার কিছু নেই। সিদ্ধান্ত নেবেন দলীয় প্রধান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *