সেই পুলিশ কনস্টেবল শের আলী পুলিশের পিপিএম পদকে মনোনীত হয়েছেন

0

1484578971

দিনবদল ডেক্স: বাস দুর্ঘটনায় আহত এক শিশুকে উদ্ধার করা সেই পুলিশ কনস্টেবল শের আলী পুলিশের পিপিএম পদকে মনোনীত হয়েছেন। আগামী ২৩ জানুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৭ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক তুলে দিবেন।

গত এক বছরে পুলিশ বিভাগে সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য শের আলীসহ ১৩২ জন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেতে যাচ্ছেন।

গত ১১ ডিসেম্বর দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলায় রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় বাস উল্টে চারজন নিহত এবং ২৩ জন আহত হয়। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল শের আলী তখন ছুটিতে কক্সবাজারের নিজ বাড়িতে ছিলেন।

মহাসড়কে বাস দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তিনি। তখন বাসের ভিতরে ব্যাগ রাখার জায়গায় আটকে পড়া একটি শিশু শের আলীকে ‘আব্বা’ ডেকে পানি খেতে চাইলে আহত ওই শিশুটিকে কোলে নিয়ে ছোটার ওই ছবি ফেসবুকে ব্যাপক আলোড়ন তোলে। একজন কনস্টেবলের ডিউটিরত অবস্থায় না থেকেও এ ধরনের একজনের পিতৃসুলভ আচরণের কারণে তাকে পিপিএম পদকে মনোনীত করা হয়।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ গুলশান ও শোলাকিয়া জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্য পুরস্কার পেতে যাচ্ছেন। চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয় –
বিপিএম সাহসিকতা, বিপিএম সেবা, পিপিএম সাহসিকতা ও পিপিএম সেবা। এবার বিপিএম সাহসিকতার জন্য পুরস্কার পাচ্ছেন ২৬ জন, আর বিপিএম সেবার জন্য ২৪ জন। অন্যদিকে পিপিএম সাহসিকতার জন্য ৪১ ও পিপিএম সেবার জন্য ৪১ জন পুরস্কার পাচ্ছেন। পুরস্কার বিজয়ীদের মধ্যে ৪৬ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ১৮ জন র‌্যাবের সদস্য।

পুরস্কার পাচ্ছেন যারা:

র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সিএমপি কমিশনার ইকবাল বাহার, ডিএমপির অতিরিক্ত কমিশনার (বর্তমানে বরিশাল রেঞ্জের ডিআইজি) শেখ মোহাম্মদ মারুফ হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল আনোয়ার লতিফ খান, র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন খান, র‌্যাব-৬ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, সিটিটিসির যুগ্ম কমিশনার আমিনুল ইসলাম, র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন, র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান, পুলিশ সদর দফতরের এআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক, এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং) মনিরুল ইসলাম, দিনাজপুরের সাবেক এসপি (বর্তমানে এআইজি- সংস্থাপন, পুলিশ সদর দফতর) রুহল আমিন, ব্রাহ্মণবাড়িয়ার এসপি মিজানুর রহমান, বগুড়ার এসপি আসাদুজ্জামান, সিরাজগঞ্জের এসপি মিরাজ উদ্দিন আহম্মেদ, ডিএমপির গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ, নারায়ণগঞ্জের এসপি মঈনুল হক, চাঁপাইনবাবগঞ্জের এসপি মোজাহিদুল ইসলাম, কুমিল্লার এসপি শাহ আবিদ হোসেন, সাতক্ষীরার এসপি আলতাফ হোসেন, ডিএমপির ডিসি (ইঅ্যান্ডডি) সাইফুল ইসলাম, গাজীপুরের এসপি হারুন অর রশিদ, ডিএমপির ডিসি (পিআরএন্ডএইচআরডি) মুহাম্মদ সাইদুর রহমান খান, চাঁদপুরের এসপি শামসুন্নাহার, পুলিশ সদর দফতরের এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) শেখ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ, ডিএমপির রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক রাশিদুল ইসলাম খান, ঝালকাঠির এসপি সুভাষ চন্দ্র, রংপুরের এসপি মিজানুর রহমান, ডিএমপির মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহম্মেদ, ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন, সিএমপির ডিসি (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন, র‌্যাব সদর দফতরের উপ-পরিচালক (অপস) মেজর ইবনে মনজুরুল খালিদ, র‌্যাব- ৮ এর মেজর আদনান কবির, র‌্যাবের গোয়েন্দা শাখার উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার সাইফুল মনির, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, র‌্যাব গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সিটিটিসির সোয়াটের এডিসি আশিক হোসেন, পুলিশের বিশেষ শাখা- এসবির অতিরিক্ত পুলিশ সুপার (গোপনীয়) জাহিদুর রহমান, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, ডিএমপির গুলশান বিভাগের এডিসি আব্দুল আহাদ, আইজিপির স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা, সিটি এসবির অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল রহমান ফকির, সিটিটিসি’র এসি জাহাঙ্গীর আলম, আহমেদুল ইসলাম, ডিবি উত্তরের এসি রবিউল করিম (মরণোত্তর), ডিবির এসি হাসান আরাফাত, ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, সিটিটিসি’র সোয়াট টিমের এসি এস এম জাহাঙ্গীর হাছান, র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি শাহেদা সুলতানা, পুলিশ সদর দফতরের সিনিয়র এএসপি সোহান সরকার, এসএসএফের সিনিয়র এএসপি দেবাশীষ দাশ, এসএমপির এসি নূরুল হুদা আশরাফী, সিআইডির এএসপি আহমদ আলী, এসবির এএসপি শাওন শায়লা, পুলিশ সদর দফতরের এলআইসি শাখার নূরে আলম, র‌্যাব সদর দফতরের শাহনেওয়াজ রাজু, র‌্যাব গোয়েন্দা শাখার এএসপি আখিউল ইসলাম, এএসপি নূর মোহাম্মদ আলী চিশতী, ডিএমপির এসি আতাউর রহমান খান, শাহজাহান কবীর, এসবি’র এএসপি সিরাজুল ইসলাম, ডিএমপির রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম, গেণ্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান, সিটি’র পরিদর্শক শফি উদ্দিন শেখ, চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ অসীম উদ্দীন, সিটিটিসি’র পরিদর্শক মাহবুব-উর-রশীদ, ডিএমপির বনানী থানার ওসি সালাহ উদ্দিন খান (মরণোত্তর), ডিবি দক্ষিণের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী, সিটিটিসি’র পরদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ, বগুড়ার জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আমিরুল ইসলাম, নরসিংদী মডেল থানার ওসি গোলাম মোস্তফা, ঢাকা কোর্টের পরিদর্শক আসাদুজ্জামান, সিটিটিসি’র পরিদর্শক সাইফুল ইসলাম, জয়পুরহাটের পাঁচবিবির ওসি আশরাফুল ইসলাম, ময়মনসিংহের ভালুকার ওসি মামুন-অর-রশিদ, ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান, রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিন ফকির, কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুরশেদ জামান, শরীয়তপুরের নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া, হবিগঞ্জের মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন, যশোরের কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন, ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন, র‌্যাব-৬ এর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বেগ, সিটিটিসির এসআই সুজন কুমার কুণ্ডু, ডিএমপির গুলশান থানার এসআই ফারুক হোসেন, নেত্রকোনা পুলিশ লাইনের এসআই ফজলুল হক, পুলিশ সদর দফতরের এসআই আক্তারুজ্জামান, বিএমপির এসআই দেলোয়ার হোসেন, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এসআই পরিমল চন্দ্র দাস, সিটিটিসি’র এসআই আবুল কালাম আজাদ, ডিবির ওয়ারী জোনাল টিমের এসআই মাহবুবুর রহমান সরকার, সিটিটিসি’র এসআই শেখ হাসান মোহাম্মদ মোস্তফা সারোয়ার, কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এসআই শহীদুল ইসলাম, বিএমপির কোতোয়ালী থানার এসআই জামাল হোসেন, র‌্যাব-১১ এর সার্জেন্ট এখলাছ উদ্দিন, সিটিটিসি’র এসআই মোর্শেদ আলম, এপিবিএন-১ এর এএসআই শামীম মিয়া, সিটিটিসির এএসআই আব্দুল হান্নান, বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার এএসআই মোস্তাফিজুর রহমান, ডিবি উত্তরের এএসআই মতিউর রহমান মতিন, র‌্যাব গোয়েন্দা শাখার এএসআই গোলাম রাব্বানী, কিশোরগঞ্জ পুলিশ লাইনের নায়েক নিকো চাকমা, জহিরুল ইসলাম (মরণোত্তর), আনসারুল হক (মরণোত্তর), টাঙ্গাইল গোয়েন্দা শাখার কনস্টেবল হৃদয় মাহমুদ শিকদার, ডিএমপির পিএমও উত্তরের কনস্টেবল প্রদীপ চন্দ্র দাস, ডিএমপির কল্যাণ শাখার কনস্টেবল আনোয়ারুল ইসলাম, সিটিটিসি’র কনস্টেবল লাভলু জামাল, রামচন্দ্র বিশ্বাস, শাহজাহান আলী, মাহতাব উদ্দিন, কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের কনস্টেবল জুয়েল মিয়া, মশিউর রহমান, রফিকুল ইসলাম, তুষার আহমেদ, সিটিটিসির কনস্টেবল মেহেদী হাসান, নিহার রঞ্জন সাহা, বগুড়া জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল আব্দুস সালাম, র‌্যাব-৭ এর সিপাহী হাশিম আলী, র‌্যাব-৩ এর কনস্টেবল জয়নুল আবেদীন, র‌্যাব-৮ এর সৈনিক আলমগীর হোসেন এবং সিএমপির গোয়েন্দা বিভাগের শের আলী।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *