সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় সারাদেশের মঠ মন্দিরে প্রার্থনা

0

3935030c0902a22eb7735d50a4340928-58968ebc70a66

বিশেষ প্রতিনিধি: দিনবদল ডেক্স: বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এর আত্মার শান্তি কামনায় শুক্রবার সারাদেশে বিভিন্ন মঠ-মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এই প্রার্থনা সভার আয়োজন করেছে।

কেন্দ্রীয়ভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় নেতৃবৃন্দ তার স্মৃতি চারণ করেন। নেতৃবৃন্দ বলেন, আমরা যে মহান নেতা হারিয়েছি, তা কখনও পূরণীয় নয়। তার আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে।

মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়ের পরিচালনায় প্রার্থনা সভায় স্মৃতিচারণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, নিম চন্দ্র ভৌমিক, দূর্গাদাশ ভট্টাচার্য্য, সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী, পংকজ দেবনাথ এমপি, সুজিত রায় নন্দী, সুভাষ সিংহ রায়, রঞ্জন কর্মকার, বিরেন অধিকারী, সাংবাদিক প্রণব সাহা প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *