সুন্দরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা বিপুল ভোটে বিজয়ী

0

1490195265

দিনবদল ডেক্স: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ৯০ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বুধবার রাত আটটায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করে জানান, মোট তিন লাখ ৩৩ হাজার ৪২৬ ভোটের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১৮ ভোটার ভোট প্রদান করেছেন। শতকরা ৪৯ দশমিক ৯৭ ভাগ ভোট পড়ে।

গতবছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। এখানে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এরমধ্যে নারী এক লাখ ৭০ হাজার ৮৪১ এবং পুরুষ এক লাখ ৬২ হাজার ৫৮৫ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *