সিলেটে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

0

বুধবার,
৩ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ,
১৭ জানুয়ারি ২০২৪ ইং,
স্টাফ রিপোর্ট:

মাঘের শুরুতেই কনকনে শীতে কাঁপছে সিলেট। তীব্র শীতে কাবু নগরের জনজীবন। একই সঙ্গে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ বছরের সর্বনিম্ন।

১৬ জানুয়ারি মঙ্গলবার ছিল ১৪ দশমিক ৫০ ডিগ্রি।

সিলেট আবহাওয়া অফিস সন্ধ্যা ৬টায় জানায়, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। দুপরের দিকে তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়ায় ১৭ ডিগ্রিতে। সন্ধ্যা ৬টায় তা কমে নেমে আসে ১৬ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াসে। রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এ অবস্থা আরও দুই থেকে তিনদিন থাকতে পারে।

এদিকে, তাপমাত্রার পারদ নিচে নেমে আসায় সিলেটের জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিনভর সূর্যের দেখা মেলেনি। বুধবার দুপুর পর্যন্ত শীতে কাবু ছিল জনজীবন। তীব্র শীতের সঙ্গে বাতাসের বেগও ছিল অনেক বেশি। অবশ্য বেলা ২টার দিকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বিকেল গড়াতেই ফের শীতের প্রকোপ বাড়তে থাকে। একই সঙ্গে কিছু কিছু এলাকায় ঘন কুয়াশা নামাও শুরু হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে গত পাঁচদিন ধরে তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির উপরে উঠছে না।র শুরুতেই কনকনে শীতে কাঁপছে সিলেট। তীব্র শীতে কাবু নগরের জনজীবন। একই সঙ্গে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আব

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *