সিলেটে জঙ্গি হামলার নিন্দা মমতা ব্যানার্জির
দিনবদল ডেক্স: সিলেটের শিববাড়িতে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইটারে দেয়া পোস্টে তিনি এই কথা বলেন।
সিলেটে শিববাড়িতে শনিবার জঙ্গি হামলায় ২ জন পুলিশসহ কমপক্ষে ৬ জন নিহত হন। এই ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে দেয়া টুইটে মমতা বলেন, সিলেটের শিববাড়ীর ঘটনার তীব্র নিন্দা করছি। এই দুঃসময়ে বাংলাদেশের ভাই ও বোনেদের পাশে আছি।
দ্বিতীয় আরেকটি টুইটে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল ভাই ও বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।