সিলেটের জকিগঞ্জে কলেজ ছাত্রীর উপর হামলাকারী বকাটে গ্রেফতার
দিনবদল ডেক্স: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কলেজছাত্রী ঝুমা আক্তারের ওপর হামলাকারী বখাটে বাহার উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টায় জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মির্জারচখ এলাকার একটি হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাহার উদ্দিন উপজেলার রসুলপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।
এর আগে গত সোমবার বাহারের বড়ভাই নাসির উদ্দিনকে আটক করে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা বলেন, কলেজছাত্রী ঝুমা আক্তারের ওপর হামলা কারী বাহারকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে জকিগঞ্জে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, ঝুমা আক্তারকে গত রোববার (১৫ জানুয়ারি) ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করেন সিলেট আলিয়া মাদরাসার ছাত্র বাহার। ঝুমা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বাহার উদ্দিনকে প্রধান আসামি করে গত সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন ঝুমার মা করিমা বেগম।
মামলার এজহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ঝুমাকে উত্ত্যক্ত করে আসছিল বাহার। তার প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঝুমার ওপর হামলা চালিয়েছে সে।