সালমান খান শিশুদের খুব ভালোবাসেন
বলিউড তারকা সালমান খান শিশুদের খুব ভালোবাসেন, একথা সবারই জানা। সম্প্রতি সালমান এক শিশুর সঙ্গে তার কিছু ছবি পোস্ট করেছেন ফেসবুক ও টুইটারে। তারপরই প্রশ্ন উঠেছে কে এই শিশু? কেনইবা সালমান তার ছবি পোস্ট করলেন?
পেছনের খবর হলো, শিগগিরই আসছে ‘টিউবলাইট’ ছবিটি। এ ছবিতেই সালমানের সাথে অভিনয় করতে যাচ্ছে মাতিন রায় টাঙ্গু নামে এই সুদর্শন শিশু।
আর ছবির পরিচালক কবির খান তাকে খুঁজে বের করেছেন অরুণাচল প্রদেশ থেকে। সিনেমাটি নির্মিত হচ্ছে ভারত-চীন যুদ্ধের ওপর। এজন্য সুদর্শন শিশু দরকার ছিলো তার।
দেশের বিভিন্ন প্রান্তে অডিশন নেয়া হয় শত শত শিশুর। এরমধ্যে চূড়ান্ত পাঁচে টিকে যায় মাতিন।
শেষমেষ পরিচালক পছন্দ করেন মাতিনকে। ইতিমধ্যেই সালমান খানের সাথে একটি পার্টিতেও অংশ নিয়ে ফেলেছে মাতিন। আরেকটি পার্টিতে সে অংশ নিয়েছে জ্যাকি চ্যানের সাথে।
‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমনের সঙ্গে পর্দা ভাগাভাগি করে তারকা হয়ে উঠেছিল হর্ষালি মালহোত্রা। তেমনই টিউবলাইটে গুরুত্বপূর্ণ হতে চলেছে মাতিনের চরিত্রও।
মাতিনের বাবা ক্যাপ্টেন অনুপম টাঙ্গু, মা মণীশা কারবাক। ক্যাপ্টেন টাঙ্গু এখন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী চাওনা মেইনের ওএসডি হিসেবে কাজ করছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস