সার্চ কমিটিকে বিএনপি বলছে ফার্স কমিটি : যুবলীগ চেয়ারম্যান

0

16195066_256291408140231_1067688056659681822_n

দিনবদল নিউজ: যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কয়েকদিন আগেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি যেভাবে সার্চ কমিটি করবেন, তা মেনে নেয়া হবে। কিন্তু কমিটি গঠনের পর সার্চ কমিটিকে ফার্স কমিটি বলছে।

শুক্রবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর ওয়াপদা কলোনী মাঠে ঢাকা মহানগর যুবলীগের দক্ষিণ শাখার ৫০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুবলীগের চেয়ারম্যান বলেন, বিএনপি হচ্ছে বিবৃতি নির্ভর দল এবং নাইট পার্টি। আমরা নেতা নই, আমরা সংগঠক, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মী। একটি সংগঠনের কাজ হচ্ছে বহুমাত্রিক। কর্মীকে সংগঠিত করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। ২০১১ সালে গবেষণার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক আখ্যায়িত করেছি। আওয়ামী লীগ সরকারে আসার পর এখন আর কেউ না খেয়ে থাকে না। খালি গায়ে, খালি পায়ে, খালি পেটে মানুষ দেখা যায় না, এরই নাম শেখ হাসিনা। বাংলাদেশ এখন খাদ্য আমদানির দেশ নয়, খাদ্য রপ্তানির দেশ, এরই নাম রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

৫০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম এর পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

যুবলীগ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন মহি, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিছুর রহমান, মিজানুল ইসলাম মিজু কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, হারুন-অর-রশিদ, আবু সাঈদ মোল্লা, সৈয়দ আহমেদ, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য, এমদাদুল হক এমদাদ, ওমর শরীফ পলাশ, আশিকুর রহমান নাদিম, খন্দকার আরিফ-উজ-জামান আরিফ, সদস্য আহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৫০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে সায়েম খন্দকার, সাধারণ সম্পাদক পদে জুলহাস সরকার, সহসভাপতি পদে শেখ হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে মো. রনি, সাংগঠনিক সম্পাদক পদে মো. সম্রাট হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *