সার্কে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

0

Hasan-Mahmud20170122211113

সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কো-অপারেশনের (সার্ক) প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সব সময় সংস্থাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অঞ্চলের লাখ লাখ মানুষের উন্নতির জন্য আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সার্কের বিদায়ী মহাসচিবকে সফলভাবে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি সার্কে তার মূল্যবান অবদানের প্রশংসা করেন।

সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপার বাংলাদেশে তিন দিনের প্রতিষ্ঠানিক সফর করছেন। নেপালের সাবেক এ পররাষ্ট্র সচিব সার্কের ১২তম মহাসচিব হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারিতে মেয়াদ পূর্ণ করে অবসরে যাচ্ছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *