সাদ্দাম উত্তরবঙ্গে নব্য জেএমবির প্রধান ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

0

56b80fd48b5e86b60f046fbd34cd66e7-57934bbe66459

দিনবদল নিউজ: রাজধানীর মোহম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাদ্দাম উত্তরবঙ্গে নব্য জেএমবির প্রধান ছিল। ওই এলাকায় যতগুলো জঙ্গি হামলা হয়েছে তার সবগুলোর সঙ্গে সাদ্দাম জড়িত ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মারজান ও সাদ্দামকে পুলিশ অনেকদিন ধরে খুঁজছিল। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় বেরিকেড দেয়। পরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এই দুই জঙ্গি নিহতের পর বাংলাদেশে জঙ্গি তৎপরতা অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে মোহম্মদপুরে সিটিটিসির একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির সামরিক কমান্ডার মারজান ও তার সহযোগী সাদ্দাম নিহত হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *