সাগর-রুনি হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্ণ হলো, সেই একই আশা দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী
দিনবদল ডেক্স: শনিবার পাঁচ বছর পূর্ণ হলো সাগর-রুনি হত্যাকাণ্ডের। দীর্ঘ পাঁচ বছরে একের পর এক আশ্বাস পাওয়া গেলেও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। গেল বছরের ১২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে। তবে এরপর কেবল বছরই ঘুরেছে। রহস্য উদঘাটন আর হয়নি।
এবারও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই আলোর মুখ দেখবে। হাইকোর্টের নির্দেশে র্যাব ঘটনাটি তদন্ত করছে। দুজনের ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে, তা ম্যাচিংয়ের চেষ্টা চলছে।
শনিবার বেলা ১টার দিকে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-মাদারীপুর আসনের সংরক্ষিত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
একই সময় খুলনা রেঞ্জের ১০ জেলার সব পুলিশ সদস্য একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদের কাছে হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই টাকা ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে ব্যবহার হবে। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান প্রমুখ।