সাংবাদিক গোলাম সারওয়ার ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা’ পেলেন

0

1485090597

দিনবদল ডেক্স: দেশে সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারকে ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা’ প্রদান করা হয়েছে।

এছাড়াও ২০১৬ সালের স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে ‘আতাউস সামাদ স্মারক বৃত্তি’ প্রদান করা হয়।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তাকে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রয়াত সাংবাদিক এবিএম মুসার দেয়া অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাউস সামাদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ‘সাংবাদিকতার দর্শন’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মিথ্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ত না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও সত্য প্রকাশ করতে হবে।

আতাউস সামাদ স্মারক বৃত্তি প্রাপ্তরা হলেন, মোতাসিম বিল্লাহ, মো. আল-আমিন মোল্লা, আব্দুল বারিক, মো. আল-আমিন ও ইব্রাহিম মল্লিক। বাসস

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *