সরকার তাদের রাজনৈতিক দেওলিয়াপনার প্রমাণ দিচ্ছে

0

বুধবার, ১৮ আগস্ট ২০২১ ইং,
৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ।

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশ পরিচালনা ও মহামারি করোনা মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে বিএনপির ওপর দমন-নিপীড়নের স্টিমরোলার চালিয়ে তাদের রাজনৈতিক দেওলিয়াপনার প্রমাণ দিচ্ছে।

আজ বুধবার (১৮ আগস্ট) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গতকাল জিয়াউর রহমানের মাজার জিয়ারতের কর্মসূচিতে নির্মম হামলার প্রতিবাদে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মহানগরীর থানায় থানায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হামলা চালানো হয়। আজও নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের আহত করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলাকালে মৌচাক ও মালিবাগসহ মহানগরীর কয়েকটি স্থানে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার ও বেধড়ক লাঠিচার্জ করে গুরুতর আহত করে।

তিনি বলেন, সকাল থেকে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখে। কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার সময় ছয়জন নেতাকর্মীকে আটক ও অন্য নেতাকর্মীসহ পথচারীদেরও হয়রানি করা হয়। গতরাতে মহানগরীর বিভিন্ন নেতাকর্মীর বাসায় তল্লাশির নামে পুলিশ হয়রানি করে।

করোনায় আক্রান্ত রোগীদের সহায়তার জন্য বিএনপির মানবিক উদ্যোগ ‘করোনা হেল্প সেল’ এর কার্যক্রমেও হামলার মতো ন্যাক্কারজনক অমানবিক কাজ করতে পিছপা হচ্ছে না আওয়ামী লীগ। আজ নরসিংদীর মনোহরদীতে করোনা হেল্প সেলের উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে কয়েকজন সাংবাদিকসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করে। গতকাল রাতে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য খালেদ মাসুদ আঞ্জুমান ও ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শাহাদাতকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে হয়রানি ও হেনস্তা করার সর্বগ্রাসী অভিযান এখন আরও প্রকট আকার ধারণ করেছে। হিংসাশ্রয়ী রাজনীতির ধারক আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। বিএনপির কোনো কর্মসূচি দেখলেই সরকার আতঙ্কিত হয়ে পুলিশ দিয়ে তা দমনে বেপরোয়া হয়ে উঠেছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *