সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জয়া সেনগুপ্ত

0

Joya-Oath

দিনবদল ডেক্স: সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সুনামগঞ্জ -২ আসনে উপ-নির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত। রোববার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নিজ কার্যালয়ে জয়াকে শপথ পড়ান।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উপনির্বাচনে জয়ী হন তার স্ত্রী জয়া। গত ৩০ মার্চ ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত গত ৫ ফেব্রুয়ারি মারা যাওয়ার পর সুনামগঞ্জ-২ আসন শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাম দল দিয়ে রাজনীতি শুরু করা সুরঞ্জিত বিভিন্ন সময়ে বিভিন্ন দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাকিস্তান আমলে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়জয়কারের মধ্যে গণপরিষদের সদস্য হয়েছিলেন তিনি।

ন্যাপ, একতা পার্টি, গণতন্ত্রী পার্টি হয়ে দুই যুগ আগে আওয়ামী লীগে যোগ দেন ঝানু পার্লামেন্টারিয়ান হিসেবে পরিচিত সুরঞ্জিত। শেখ হাসিনার সরকারে কিছুদিনের জন্য মন্ত্রীও ছিলেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক প্রমুখ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব আবদুর রব হাওলাদার।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *