দেশের মানুষকে সাথে নিয়ে এই অশুভ শক্তি, অশুভ রাজনীতির, অশুভ অপকর্মকে প্রতিহত করব: বাহাউদ্দিন নাছিম

0

৩০ আষাঢ় ১৪৩০বঙ্গাব্দ,
১৪ জুলাই ২০২৩ইং
মহানগর প্রতিনিধিঃ

শেখ হাসিনা সরকারের নেতৃত্বে এ দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ক্ষমতাসীন দলের শীর্ষ এই নেতা বলেছেন, ‘বাংলাদেশের জনগণের ভালোবাসা শেখ হাসিনার শক্তি। বাংলাদেশের মানুষের সমর্থন আওয়ামী লীগের শক্তি। এই শক্তিতে বলিয়ান হয়ে আমরা যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করব। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় জাতি, আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করতে জানি। আমরা শেখ হাসিনার নেতৃত্বেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, তার লক্ষ্যে কাজ করব।’
১৩ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের সার্কিট হাউজ মাঠে আয়োজিত জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যে একদফা দিয়েছে, তাতে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। তারা বারবার দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। আমরা দেশের মানুষকে সাথে নিয়ে এই অশুভ শক্তি, অশুভ রাজনীতির, অশুভ অপকর্মকে শেখ হাসিনার নেতৃত্বে মোকাবিলা করে, প্রতিহত করে গণতান্ত্রিক ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করব।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমাদের একদফা- সেটি হলো অবাধ, সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে এ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের রাজনৈতিকভাবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি জামায়াতের অশুভ শক্তি বাংলাদেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অশুভ শক্তি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, বিদেশিদের কাছে নালিশ করছে। প্রতিদিন, প্রতিনিয়ত বাঙালি জাতিকে, বাংলাদেশকে কলঙ্কিত করার অপপ্রচার করে যাচ্ছে।’

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনের পরিচালনায় ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
সম্মেলনে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাকিল আহমেদ জুয়েল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *