শেখ হাসিনা সরকারকে উৎখাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম

0

১৪ শ্রাবন ১৪৩০বঙ্গাব্দ,
২৯ জুলাই ২০২৩ইং
জেলা প্রতিনিধি নেত্রকোনাঃ

শেখ হাসিনা সরকারকে উৎখাতে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতসহ দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

২৯ জুলাই শনিবার দুপুরে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছিম আরও বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং দেশি-বিদেশিদের ষড়যন্ত্র সম্পর্কে দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন আজ সারা দেশে অত্যন্ত সু-সংগঠিত।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশি সু-সংগঠিত ও শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে সুদৃঢ় করতে হবে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ ততদিন এ দেশের ১৭ কোটি মানুষ নিরাপদ। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, নৌকা যার আমরা তার। যাকে নৌকা দেয়া হবে, তাকেই নির্বাচিত করতে হবে। দল ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তিই আওয়ামীলীগকে নির্বাচনে পরাজিত করতে পারবে না।

নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মারুফ হাসান খান অভ্র-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. খায়রুল হাসান লিটুর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কার্য-নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, সংসদ সদস্য প্রতিরোধযোদ্ধা মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী আরিফ খান জয়, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল।

অন্যান্যের মধ্যে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *