শেখ হাসিনার নতুন বই এবারের বই মেলায়
দিনবদল ডেক্স:অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই নির্বাচিত প্রবন্ধ প্রকাশিত হচ্ছে।
আগামী প্রকাশনী বইটি মেলায় নিয়ে আসছে। প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ওসমান গনি এ ব্যাপারে জাগো নিউজকে বলেন, শেখ হাসিনার নির্বাচিত প্রবন্ধ গ্রন্থটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের চিন্তা-চেতনা, মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গীর পরিচয় বহন করে। যে কারণেই গ্রন্থটির গুরুত্ব অপরিসীম ।
বইটির ভূমিকা লিখেছেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক। মূল্য ৩৫০.০০ টাকা।