‘শিশুদের মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে’

0

1485519867

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রতিটি শিশুই মেধাবী এবং সৃজনশীল। তাদের এই মেধা ও সৃজনশীলতাকে মানবিক এবং সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এজন্য শিশুদের লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে বড় করে তুলতে হবে।

শুক্রবার বিকালে নওগাঁ সরকারি জিলা স্কুলের ১০০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্যদিয়ে শিশুদের গড়ে তুলতে পারলেই মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তা না হলে শুধুমাত্র জিপিএ-৫ পাওয়া লেখাপড়ার লক্ষ্য হলে সেই সমাজটা হবে জঙ্গিবাদের সমাজ। আর এমন সমাজ কোনোভাবেই আমাদের কাম্য নয়।

এর আগে দুপুরে জাতীয় পতাকা ও শতবর্ষ পূর্তির বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী।

সকালে শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নেচে-গেয়ে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *