শপথ নিলো নতুন নির্বাচন কমিশন
দিনবদল ডেক্স: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) আজ বুধবার শপথ গ্রহণ করেছেন। বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন ইসিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এরপর একে একে অন্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান বিচারপতি।
অন্য নির্বাচন কমিশনাররা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন চৌধুরী।
জানা গেছে, আজ বিকাল ৫টার দিকে আগারগাঁওয়ের ইসি ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দীনসহ তিন নির্বাচন কমিশনার বিদায় নেয়।