লাইভ অনুষ্ঠানে দুই সাংবাদিক খুন
দিনবদল ডেক্স: ডোমিনিকান রিপাবলিকে দুই সাংবাদিককে সরাসরি (লাইভ) সম্প্রচারের সময় গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বিবিসির খবরে বলা হয়, এক সাংবাদিক তার অনুষ্ঠানটি ফেসবুক লাইভেও প্রচার করছিলেন। সেখানে দেখা যায়, গুলির শব্দ হওয়ার পর তিনি পড়ে যান এবং একজন নারী ‘গুলি করা হয়েছে’ বলে চিৎকার করছেন।
পুলিশ জানায়, রাজধানী স্যান্তো ডোমিনগোর পূর্বদিকের সান পেদ্রো মাকরিস এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত দুই সাংবাদিক হলেন- উপস্থাপক লুইস ম্যানুয়েল মেদিনা এবং রেডিও প্রডিউসার লিও মার্টিনেজ। স্থানীয় কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। তার অস্ত্রোপচার করা হয়েছে।