লকডাউনে সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

0

বিশেষ প্রতিনিধি:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করা হয়েছে। ২৭ জুন রোববার, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স পুনরাদেশ না দেয়া পর্যন্ত অনিবার্য কারণবশতঃ নির্দেশক্রমে স্থগিত করা হলো। বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহের পরিবর্তিত সময়সূচি যথাসময়ে অবহিত করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায়, ২৮ জুন সোমবার থেকে সারাদেশে সীমিত পরিসরে বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে বুধবার পর্যন্ত। এরপর বৃহস্পতিবার থেকে শুরু হবে কঠোর বিধিনিষেধ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *