রোহিঙ্গাদের অবস্থা জানতে আনান কমিশনের একটি প্রতিনিধিদল ঢাকায়
দিনবদল ডেক্স: বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের অবস্থা জানতে আনান কমিশনের একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। আনান কমিশনের তিন সদস্য উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে আজ বিকেলে ঢাকায় এসেছেন। তাদের মধ্যে প্রথম দুজন শনিবার সন্ধ্যায় এবং অন্যজন দুপুরে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, রোববার তাদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। সেখানে নতুন আসা রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
১ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার আগে রাখাইন কমিশনের তিন সদস্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত ৯ অক্টোবর রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর নিপীড়ন শুরুর পর থেকে এ পর্যন্ত মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর অন্তত ৬৬ হাজার সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।