রুশ হামলায় তুর্কি সেনা নিহত
দিনবদল ডেক্স: সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ বাহিনীর ভুল বিমান হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তুর্কি বাহিনী বলছে, ইসলামিক স্টেটের (আইএস) সৈন্য আছে ভেবে আল-বাব শহরের কাছের একটি বাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় ১১ জন আহতও হয়েছেন।
এ হামলায় যারা আহত হয়েছেন তারা আইএসের হাত থেকে আল-বাব উদ্ধারে সিরীয় বিদ্রোহীদের সহযোগিতা করছিলেন।
সিরিয়া যুদ্ধে রাশিয়া ও তুরস্ক ভিন্ন পক্ষকে সমর্থন দিয়ে আসলেও গেল কয়েক সপ্তাহ তারা আইএস জঙ্গিদের লক্ষ্য করে যৌথ হামলা চালিয়ে আসছে।
রুশ হামলায় তিন তুর্কি সেনা নিহত হওয়ার পর এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি তুর্কি রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেলিফোনে কথাও বলছেন।
আরআইএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এ ঘটনার জন্য সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন ভ্লাদিমির পুতিন।
তুর্কি সেনাবাহিনী বলছে, কেন এমন হলো তা খুঁজতে তদন্তে নেমেছে দুই দেশই।