রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে চান বিদেশি কূটনীতিকরা

0

277ffd495e913eedd966e257ac7ee047-585c78b2c8150

দিনবদল নিউজ: জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূতরা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের সঙ্গে দেখা করতে চান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদজাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন,‘রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কী ভাবছেন, তিনি কী সিদ্ধান্ত নিয়েছেন এবং সরকার কী পদক্ষেপ নিতে যাচ্ছে, সে বিষয়ে মুক্ত আলোচনার জন্য আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাই।’

এর আগে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্সসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত যৌথভাবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠান।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা হচ্ছে জানতে চাইলে ওয়াটকিন্স বলেন, ‘এ বিষয়ে আমরা আলোচনা করছি,তবে নিশ্চিত নই কবে দেখা হবে।’
পররাষ্ট্র সচিবের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে কিনা প্রশ্নে ওয়াটকিন্স না সূচক উত্তর দেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের খবরটি আমরা আজই (বৃহস্পতিবার) দেখেছি।’ প্রক্রিয়াটি ইতিবাচক দিকেই অগ্রসর হচ্ছে বলেও তিনি জানান।

সার্চ কমিটি বিষয়ে তার প্রতিক্রিয়া কী প্রশ্নে রবার্ট ওয়াটকিন্স বলেন, ‘আমরা জানি সবচেয়ে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করার জন্য রাষ্ট্রপতিকে অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা এখনও গোটা টিমের প্রতিনিধিদের স্টাডি করিনি।’

তিনি বলেন,‘সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে রাষ্ট্র্রপতি গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল আছেন এবং আমি মনে করি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির কাছে গোটা বিষয়টি স্বচ্ছতার সঙ্গে উপস্থাপন করা হয়েছে এবং সামনে অগ্রসর হওয়ার এটিই সবচেয়ে বড় উপায়।’

নির্বাচন কমিশনের সঙ্গে গণতন্ত্র শক্তিশালীকরণ প্রকল্পে জাতিসংঘ আর কাজ করবে কিনা জানতে চাইলে ওয়াটকিন্স বলেন, ‘এ বিষয়ে আমরা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে চাই।’

তিনি বলেন, ‘আমরা জানতে চাই, রাষ্ট্রপতি গোটা বিষয়টি কীভাবে দেখেন এবং আমরা কীভাবে উপকারে আসতে পারি।’

আমার কারিগরি সহায়তা নির্বাচন কমিশনে নাকি অন্য কোথাও দেবো, সে বিষয়ে রাষ্ট্রপতি আমাদের উপদেশ দিতে পারেন বলে তিনি জানান।

ওয়াটকিন্স বলেন, ‘বাংলাদেশে একটি ভালো নির্বাচনের জন্য সরকারের অন্য যেকোনও সংস্থার সঙ্গে আমরা আলোচনা করতে প্রস্তুত।’

এ বিষয়ে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *