রাজপথে লড়াই করার মত ৫০ জন লড়াকু সৈনিক নাই বিএনপির : যুবলীগ চেয়ারম্যান

0

17264553_277397292696309_8307950695887581764_n

বিশেষ প্রতিনিধি: আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি এখন লন্ডন, গুলশান, পল্টন ত্রিমুখী সিদ্ধান্তে বিভ্রান্তিতে রয়েছে। দলটির বাংলাদেশের নেতারা বিলেতের নির্দেশে গুলশানে আর পল্টনে প্রক্সি দেয় মাত্র। রাজপথে লড়াই করার মত ৫০ জন লড়াকু সৈনিক নাই বিএনপির, কারণ সব দল থেকে আশা প্রক্সি পার্টির লোক এসে ভিড়েছে দলটিতে।

রোববার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল অডিটরিয়ামে যুবলীগের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা যুবলীগ। আগামী মঙ্গলবার লক্ষ্মীপুর স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

যুবলীগ চেয়ারম্যান বলেন, যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন “জনগনের ক্ষমতায়ন” বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে। শান্তির নোবেল পেয়েছে বারাক ওবামা কিন্তু তার কোনো দর্শন নাই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন আছে, আবার দর্শনটি তিনি বাস্তবায়নও করেছেন। যার ফলে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।

এসময় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য যুবলীগ নেতা ও কর্মী-সমর্থকদের দিক নির্দেশনা প্রদান করেন তিনি। লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন টিপুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন, মোঃ বায়েজিদ ভূঁইয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, লক্ষ্মীপুর -০৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাজাহান কামাল, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, এডভোকেট বেলাল হোসাইন, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, আজাহার উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, রফিকুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিন সহ-সভাপতি সোহারাব হোসেন স্বপন, মোঃ শোয়েব হোসেন ফারুক প্রমূখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *