রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন
দিনবদল নিউজ: রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বদরুদ্দিন হাওলাদারকে অপসারণের দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা। বোরবার হাইকোর্ট মোড়ের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।
প্রধান শিক্ষক দুর্নীতিবাজ এবং চার মাস ধরে শিক্ষকদের বেতন আটকে রাখার অভিযোগ তুলে বক্তারা বলেন, বদরুদ্দিন হাওলাদার স্কুলে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম করছেন। এর আগে তেজগাঁওয়ের একটি স্কুলে কর্মরত থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল।
বক্তারা আরও বলেন, বদরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট, ঢাকা শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদফতর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দুর্নীতিবাজ ও অবৈধ ঘোষণা এবং তার স্বাক্ষরে ব্যাংক লেনদেন, ম্যানেজিং কমিটি গঠনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করায় প্রতিষ্ঠানের ২৫০ শিক্ষক-কর্মচারী চার মাস ধরে বেতন পাচ্ছে না। এ অবস্থায় আমরা দুর্বিষহ জীবন যাপন করছি।
মানববন্ধনে স্কুলটির সিনিয়র শিক্ষক বাছির উদ্দিন, সিনিয়র শিক্ষক মামুন অর রশিদসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।