রইস ছবির প্রচারণায় বলিউড সুপারস্টার শাহরুখ খান
অনলাইন ডেস্ক॥ সম্প্রতি রইস ছবির প্রচারণায় বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সানি লিওন ব্যস্থ সময় পার করলেন। এমনকি রাতভর এক ট্রেনেও কাটিয়ে ছিলেন দু’জন। ‘রইস’ ছবিতে অভিনেত্রী সানি লিওনের উপস্থিতি মাত্র একটি আইটেম গানেই সীমাবদ্ধ। তবে এটাই তার কাছে অনেক বড় পাওয়া বলে মন্তব্য সানিরই। ছবির মূল নায়িকা মাহিরা খান পাকিস্তানি হওয়ায় প্রচারণায় থাকতে পারছেন না। আর এ সুযোগেই ৫১ বছর বয়সী বলিউড বাদশার সঙ্গে ট্রেনে চড়ে বসলেন ৩৪ বছরের সানি।
সে যাই হোক, বুধবার ছবিটি রিলিজের কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারে ফাঁস হয়ে যায় রইসের প্রথম দৃশ্যটি।