‘রইস’এ যেভাবে ‘গারবা’ নাচলেন মাহিরা-শাহরুখ
অনলাইন ডেক্স: শাহরুখ খান আর মাহিরা খান ‘রইস’ ছবিতে ফোক ধাঁচের ‘উড়ি উড়ি যায়’ গানের সাথে ‘গারবা’ নাচ নাচলেন। মকর সংক্রান্তি উৎসবে গুজরাটের ঐতিহ্যবাহী এই নাচ কিভাবে শিখলেন মাহিরা আর শাহরুখ?
কোরিওগ্রাফার দম্পতি সমীর ও আরাশ তান্না খুব সময় দিয়েছেন ফোক ধাচেঁর এই গানটির পেছনে। সামির বললেন, “মাহিরা আর শাহরুখ দুজনই খুব প্রফেশনাল। মাহিরার দশদিন লেগেছে নাচটি রপ্ত করতে। আর শাহরুখ তো মাত্র একদিনেই সঠিকভাবে শিখে ফেলেছেন।”
সামীর আরো জানালেন, বলিউডে এখন তো গারবা নাচের খূব চল। এটা প্রথমবারের মতো আমরাই করেছিলাম, “হাম দিল দে চুকে সনম” এ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া