যুবলীগ নেতা খোকন হত্যাকারীদের ফাঁসি দাবি
দিনবদল ডেক্স: রাজধানীর নিউমার্কেট থানা যুবলীগ নেতা খোকন মোল্লা হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন তার পরিবার ও স্বজনরা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই দাবি জানান।
মানববন্ধনে নিহতের বড় ভাই দুলাল মোল্লা বলেন, আমার ছোট ভাই খোকন গত ৮/১০ বছর যাবত নিউ মার্কেট থানা যুবলীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল। নিউ মার্কেটে সে ব্যবসাও করতেন। গত ২২ ফেব্রুয়ারি মাদক ব্যবসার প্রতিবাদ করায় ঘাতকরা তাকে হত্যা করে।
তিনি আরও বলেন, ঘটনার পর নিউ মার্কেট থানায় ১৫ জনের নামে মামলা করা হয়। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের পুলিশ গ্রেফতার করেছে। তারা হত্যার কথা স্বীকারও করেছে।
খোকনের স্ত্রী, তিন সন্তান নিয়ে করুণ জীবনযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, এছাড়া আমাদের বৃদ্ধ মা বাবা এখনও বেঁচে আছেন। ছেলের শোকে তারা অসুস্থ হয়ে পড়েছেন। এসময় খোকন হত্যার দ্রুত বিচার দাবি করেন তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নিহত খোকনের মা, বাবা, স্ত্রী মিনারা, তিন সন্তান, বড় ভাই দুলাল এবং চাচা-চাচীসহ বেশ কয়েকজন নিকট আত্মীয়।