যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বিশ্ব: গর্বাচেভের হুশিয়ারি

0

mikhail_gorbachev_38055_1485685470

দিনবদল ডেক্স: সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ বলেছেন, আরেকটি যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘রাজনীতিকে সামরিকীকরণ করা হচ্ছে। একইসঙ্গে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে। এ অবস্থায় মনে হচ্ছে বিশ্ব এখন নতুন কোনো যুদ্ধের জন্য তৈরি হচ্ছে।

যুক্তরাজ্যের টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে গর্বাচেভ এসব কথা বলেছেন। খবর দ্য ইনডিপেনডেন্টের।

৮৫ বছর বয়সী গর্ভাচেভ বলেন, ‘পরমাণু সমস্যা নিয়ে সারা বিশ্ব আজ উদ্বেলিত। মনে হচ্ছে নীতি-নির্ধারকরা দ্বিধান্বিত ও পরাজিত। তবে রাজনীতিকে সামরিকীকরণ ও নতুন করে অস্ত্র প্রতিযোগিতা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমস্যা। বিধ্বংসী এই প্রতিযোগিতা থামানোর বিষয়টিকেই আমাদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।’

বর্তমান পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক বলে মনে করেন গর্বাচেভ। তিনি বলেন, ‘ন্যাটো এবং রাশিয়ার সেনা ও অস্ত্রশস্ত্র একে অপরের দিকে তাক করে একটা নির্দিষ্ট দূরত্বে মোতায়েন রাখা হয়েছে।’

কীভাবে ইউরোপে সেনা, ট্যাংক ও সশস্ত্র যোদ্ধাদের মোতায়েন করা হচ্ছে সে সম্পর্কে কথা বলেন রুশ-ইউক্রেনীয় বংশোদ্ভূত এ নেতা। তিনি বলেন, রাজনীতিবিদ ও সামরিক নেতারা ক্রমাগত যুদ্ধবাজের মতো কথা বলছেন। এর সঙ্গে সুর মেলাচ্ছেন ধারাভাষ্যকার ও টিভি ব্যক্তিত্বরা। সব দেখে মনে হচ্ছে, বিশ্ব যেন যুদ্ধের জন্য প্রস্তুত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *