যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন

0

Texas20170129101141

দিনবদল ডেক্স: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মসজিদে আগুন দেয়ার ঘটনায় মসজিদটি পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

শনিবার ভোরে ‘দ্য ইসলামিক সেন্টার অব ভিক্টোরিয়া নামের মসজিদটিতে আগুন দেয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। খবর এপির

ট্রাম্পের এই আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসের মসজিদটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, খবর পেয়ে চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা। কিন্তু আগুন লাগার কারণ জানাতে পারেনি।

মসজিদটির প্রেসিডেন্ট শাহিদ হাশমি বলেন, দাঁড়িয়ে মসজিদটি ধ্বংস হতে দেখা খুব কষ্টের। আগুনের শিখা এতটাই ভয়াবহ ছিল যে, মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

২০০০ সালে মসিজদটি নির্মাণ করা হয়। বেশ কয়েক বছর আগে একবার এটি ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছিল। আর কয়েক দিন আগে এখানে চুরির ঘটনা ঘটে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *