যাত্রীবাহী বাসে ফেনসিডিল হেলপার ও সুপারভাইজার আটক
দিনবদল নিউজ: যাত্রীবাহী বাসে ফেনসিডিল বহনের দায়ে চালকসহ হেলপার ও সুপারভাইজারকে কারাগারে পাঠিয়েছেন পাবনা জেলা ম্যাজিস্ট্রেট আদলত।
এর আগে সোমবার গভীর রাতে কুষ্টিয়ার ভেড়ামারার প্রাগপুর থেকে ছেড়ে আসা ঢাকার নারায়নগঞ্জগামী সানসিটি রাজধানী এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, বাসচালক পাবনার রাধানগর এলাকার দুলাল শেখের ছেলে সুমন শেখ (২৮), হেলপার পাবনার কুঠিপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে শফিউল্লা (২৫) ও সুপারভাইজার কুষ্টিয়ার দৌলতপুর এলাকার মথুরাপুর বিলায়েত হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৪০)।
পাকশী ফাঁড়ির ইনচার্জ দেওয়ান আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে লালনশাহ সেতুর পূর্বপাড়ে টহলরত পুলিশ বাসটি তল্লাশি করতে চাইলে ওই পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার উত্তেজিত হয়ে সেখানে কোনো অবৈধ মালামাল নেই বলে জানান।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের ওসি তালুকদার আব্দুল হাই এর উপস্থিতিতে চ্যালেঞ্জ করে বাসটিতে তল্লাশি অভিযান শুরু হয়। পরে চালকের পায়ের নিচে একটি ব্যাগে ও ইঞ্জিন কভারের ভেতরে বস্তায় ১শ ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল উদ্ধার হয়।
পরে ফেনসিডিল বহনের দায়ে চালক, হেলপার ও সুপারভাইজারসহ যাত্রীবাহী বাসটি পুলিশ ঈশ্বরদী থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার আব্দুল হাই বলেন, এ ধরনের চালান প্রতিদিনই যায়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আটকদের পাবনা জেল হাজতে পাঠিয়েছেন আদালত।