ম্যাবের (বগুড়া অঞ্চল) সাধারণ সম্পাদক হলেন উল্লাপাড়ার মেয়র নজরুল ইসলাম
২৩ শ্রাবন ১৪৩০বঙ্গাব্দ,
০৭ আগস্ট ২০২৩ইং
আব্দুস সাত্তারঃ
মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) বগুড়া অঞ্চল (সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও জয়পুরহাট)’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মেয়র এস. এম নজরুল ইসলাম।
০৭ আগস্ট সোমবার সকালে ঢাকা আগারগাঁও এনআইএলজি ভবনে ম্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান কামাল আহমেদ এ কমিটি ঘোষণা করেন।
ম্যাবের সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাবের উপদেষ্টা গাজীপুর উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লাহ খান।
এস. এম নজরুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।