মোদিকে দত্তক নিতে চান সত্তরোর্ধ্ব দম্পতি
দিনবদল ডেক্স: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দত্তক নিতে চান দেশটির সত্তরোর্ধ্ব এক দম্পতি। কয়েকদিন আগে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নিজেকে উত্তর প্রদেশের দত্তক সন্তান বলে দাবি করেন।
নিজেকে দত্তক সন্তান দাবি করায় রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন তাকে নোটিশও দিয়েছিল। নোটিশে বলা হয়, একাধিক সন্তান দত্তক নেয়া মা–বাবাকে অপমান করেছেন প্রধানমন্ত্রী। সমালোচনার ঝড় উঠেছিল দেশজুড়ে।
মোদিকে এ নিয়ে আক্রমণ করতে ছাড়েননি বিরোধীদলীয় নেতা অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী। রায়বরেলিতে প্রচার করতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী মোদিকে কটাক্ষ করে বলেছিলেন উত্তরপ্রদেশে দত্তক পু্ত্রের প্রয়োজন নেই। তার নিজেরই দুই সন্তান রয়েছে।
এই রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণের মাঝেই মোদিকে দত্তক চেয়ে বসলেন গাজিয়াবাদের এক দম্পতি। তাদের তিন ছেলে রয়েছে। তারপরও ৬৬ বছরের মোকেদি দত্তক নিতে চান বলে জানিয়েছেন।
ওই দম্পতির এ ইচ্ছা পূরণ করতে হলে অনেক দীর্ঘ আইনি বাধা অতিক্রম করতে হবে। তবে বিরোধীরা বলছেন, এখন থেকে এ ধরনের মন্তব্য করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও সতর্ক হবেন।