মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মিয়ামির জয়

0

রোববার,
১৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
০৩ মার্চ ২০২৪ ইং,

স্পোর্টস ডেস্ক:

গতকাল শনিবার রাতে চ্যাজ স্টেডিয়ামে জোড়া গোল করলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুই তারকার জোড়া গোলে রীতিমতো উড়ছে ইন্টার মিয়ামি। ফোর্ড লডারডেলে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে হারিয়েছে মিয়ামি।

মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর মেসির সঙ্গে মৌসুমের মূল দুটি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। তবে ওই দুই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি তারা। দুই ম্যাচ মিলিয়ে মাত্র ১টি গোল করেছেন মেসি। অপরদিকে সুয়ারেজ ছিলেন গোলশুন্য।

অবশেষে দর্শকদের শো দেখালেন মেসি-সুয়ারেজ জুটি। প্রথমবারের মতো গোলের দেখা পাওয়ার দিনে জোড়া গোলই করে বসলেন সুয়ারেজ। মেসিও করলেন দুই গোল।

ম্যাচের একেবারে শুরুর দিকে দুটি গোল করে ফেলেছেন সুয়ারেজ। প্রথম গোলটি ৪ মিনিটে করেন উরুগুয়ের এই তারকা। এতে দল এগিয়ে যায় ১-০ ব্যবধানে। আর দ্বিতীয় গোলটি তিনি করেন ১১ মিনিটে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জোড়া গোল করেছেন মেসি। ৫ মিনিটের মধ্যেই গোল দুটি করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। প্রথম গোলটি মেসি করেন ৫৭ মিনিটে। এরপর ৬২ মিনিটে করেন দ্বিতীয় গোল। আর প্রথমার্ধের ২৯ মিনিটে একটি গোল করেছেন রবার্ট টেইলর।

ম্যাচ শেষে সুয়ারেজের বিষয়ে মেসি বলেন, ‘সে গোল করতে পেরেছে, আমি তার জন্য খুব খুশি। তবে আমরা শান্ত ছিলাম। আমরা জানি, লুইস (সুয়ারেজ) কেমন এবং সে কী করতে পারে। যখন আপনি তার কাছ থেকে কম প্রত্যাশা করবেন, তখন সে আজকের মতো খেলে সব বুঝিয়ে দেবে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *