মালয়েশিয়ায় আইএস সমর্থক আটক : মিয়ানমারে জিহাদের পরিকল্পনা

0

is20170104215655

দিনবদল নিউজ: মিয়ানমারে ঢুকে হামলা পরিকল্পনার অভিযোগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক সন্দেহভাজন সমর্থককে আটক করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। দেশটির কাউন্টার টেরোরিজম ইউনিটের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়া পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান আইয়ুব খান মাইদিন পিচাই এক সাক্ষাৎকারে বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের সমর্থনে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আইএসের নিয়োগকৃত বিদেশি সমর্থকদের হামলার ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে মিয়ানমার।

আটককৃত সন্দেহভাজন আইএস সমর্থক ইন্দোনেশিয়ার নাগরিক; গত মাসে তাকে আটক করা হলেও পরিচয় প্রকাশ করেননি এই কর্মকর্তা। বুধবার তাকে আদালতে তোলার কথা রয়েছে। আইএসের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া ৭ বছরের জেল অথবা অর্থদণ্ড হতে পারে।

আইয়ুব খান বলেন, রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের কারণে আরো অনেক জঙ্গি তাদের প্রতি সমর্থন জানাচ্ছেন। আটককৃত জঙ্গি সমর্থক মিয়ানমারে জিহাদের পরিকল্পনা করেছিলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা ছিল তার।

জাতিসংঘ বলছে, গত বছরের অক্টোবরে রাখাইন সীমান্তে মিয়ানমার সীমান্তবাহিনীর চেকপোস্টে হামলার পর দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে ৩৪ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *