মাদক দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে : জাকির
দিনবদল ডেক্স: ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করতে লেখা-পড়া, আচরণে আকর্ষণীয় হতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন। মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মাদক দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। যারা এ ব্যবসা করে তাদের কঠোরভাবে দমন করতে হবে। দেশের যেসব সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করে সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যাতে মাদক আসতে না পারে। আজকে ছাত্রলীগের শপথ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতা নিয়ে আসা বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বেলা ৩টা ৩৬ মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ৩টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা।