মাতৃভাষা দিবসে সৈয়দ আবদুল হাদীর ভিডিও গান বর্ণমালা

0

1_102654

দিনবদল ডেক্স: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উপলক্ষে সব ভাষা শহীদ স্মরণে সা রে গা মা একাডেমি নিয়ে এসেছে ভাষার গান ‘বর্ণমালা’। দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী ও সা রে গা মা একাডেমির শিশু শিল্পীদের কণ্ঠে ধারণকৃত ভাষার এ নতুন গানটির কথা লিখেছেন মাহফুজ বিল্লাহ্ শাহী। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শেখ সাদী খান।

এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটি আজ সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। পাশাপাশি জিপি মিউজিকেও গানটি শ্রোতারা শুনতে পাবেন। গানের ভিডিওতে সৈয়দ আবদুল হাদী ও সা রে গা মা একাডেমির শিশু-কিশোররা অংশ নিয়েছেন।

এ গান প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘সা রে গা মা একাডেমি অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সঙ্গে গানটি তৈরি করেছে। তাদের সীমিত সম্পদ সত্ত্বেও আমি অত্যন্ত আনন্দের সঙ্গে কাজটি করেছি। বিশেষ করে, নতুন প্রজন্মের শিশু-কিশোররা-এর মাধ্যমে ভাষার প্রতি তাদের যে একটি দায়িত্ব রয়েছে ভাষার প্রতি তাদের যে ভালোবাসা সেই ভালোবাসা আবার নতুন করে প্রাণ পাবে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান বলেন, ‘বর্ণমালা গানটি শিশুদের বর্ণমালা শিক্ষার জন্য সাহায্য করবে এবং আমি মনে করি বিরাট একটা ভূমিকা পালন করবে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *