মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন
১৪ শ্রাবন ১৪৩০বঙ্গাব্দ,
২৯ জুলাই ২০২৩ইং
মহানগর প্রতিনিধিঃ
অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে।
২৯ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টা থেকে এ ঘটনার সূত্রপাত। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এখনও চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে পুলিশ। বিএনপি নেতা-কর্মীরাও ইট-পাটকেল ছুড়ছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। কারা অগ্নিসংযোগ করেছে বা ঘটনায় কোনো হতাহত আছে কি না, এ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।