মাঝে মধ্যে পুলিশের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি লেগে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

0

736724cb25e71da9f740bc1be78729fe-588b60fe91b54

দিনবদল ডেক্স: ‘পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না। মাঝে মধ্যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। বৃহস্পতিবারও তাই হয়েছে’, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি সঠিক না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক ইনভেস্ট করেছেন। আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। অতীতের যেকোনও সময়ের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।’

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শমশেরনগর সিংরাউলী মাঠে দুদিনব্যাপী ‘শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও পিঠামেলা-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শমশেরনগরকে শিগগিরই একটি প্রশাসনিক থানায় উন্নীত করা হবে।’ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শমশেনগর রেলস্টেশন এলাকায় পুনঃসংস্কারকৃত ঐতিহ্যবাহী ইরানি তোরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী পরিষদের সভাপতি অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমানের সভাপতিত্বে এবং শামসুল হক মিন্টু ও তারেকুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা আ. রহিম (দুদ মিয়া) প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আব্দুল মতিন এমপি, সৈয়দা সায়েরা মহসীন এমপি, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, মিছবাউর রহমান, সাইফুর রহমান বাবুল, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য শাওন আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শমশেরনগর চাতলাপুর রোডে ব্রাদার্স পার্টি সেন্টারে শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *